বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজে আসন প্রতি ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা

মো. আমিনুর রহমান, বরিশালঃ আগামী ৩০ সেপ্টেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ বছর বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজে ১৯৩ আসনের বিপরীতে লড়বে ১ হাজার ৪৮২ জন শিক্ষার্থী। সে হিসেবে একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবে ৮ জন শিক্ষার্থী।
এ বছর প্রথম এমবিবিএস ভর্তি পরীক্ষার ফরম পূরন করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ইতিমধ্যে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবু তাহের।
গত বছর শের-ই-বাংলা মেডিকেলে কলেজে একই আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৫২ শিক্ষার্থী।