নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদীতে আজ রবিবার সন্ধ্যায় দশ সেকেন্ডের মৃদ্যু ভূমিকম্প হয়েছে। দীর্ঘদিন পর গৌরনদীতে ভূমিকম্পের আলামত দেখা দেয়ায় জনজীবনে চরম আতংক দেখা দিয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় ছয়টা চল্লিশ মিনিটের দিকে হঠাৎ করে দশ সেকেন্ডের মৃদ্যু ভূমিকম্প দেখা দেয়। গৌরনদী বাসষ্ট্যান্ডের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ইমতিয়াজ আহম্মেদ কোরাইশী সোহাগ জানান, মৃদ্যু ভূমিকম্পে হঠাৎ করে তার দোকানের সাজানো মালামাল কাঁপতে কাঁপতে ঝর ঝর করে নিচে পরতে শুরু করে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিলেও দশ সেকেন্ডের মধ্যে কম্পন বন্ধ হয়ে যায়।