যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

যুদ্ধাপরাধী রাজাকারদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার কাজ শুরু করাসহ ধর্মের নামে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধারা সভা করেছেন। জাতীয় বীর মুক্তিযোদ্ধা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা হাসেম হাওলাদার। সভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধচলাকালীন নিজাম বাহিনীর যুদ্ধের কমান্ডার আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের স্ত্রী সাজেদা বেগম। প্রধানবক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহ আলম মাষ্টার, জাবেদ সালাম, খলিল সিকদার, শান্তি সরকার, আলম প্যাদা, বিমল চন্দ্র দাস, মস্তফা হাওলাদার প্রমুখ। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার কাজ বিলম্ব না করে অনতিবিলম্বে সম্পন্ন করাসহ ধর্মের নামে জামায়াত-শিবিরের জঙ্গীবাদি রাজনীতি বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান।