কোন ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবেনা -এড. ইউনুস

নিজস্ব সংবাদদাতাঃ কোন বাঁধা কিংবা ষড়যন্ত্রই মানবতা বিরোধী অপরাধে অপরাধী ও আটক যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবেনা। বাংলার জনগনকে সাথে নিয়েই সকল বাঁধা মোকাবেলা করে বাংলার মাটিতেই বিচারের রায় কার্যকর করা হবে। আটক র্শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্যই জামায়াতের ক্যাডাররা গত সোমবার (১৯ সেপ্টেম্বর) সারাদেশে তান্ডব নিলা চালিয়েছে। চোরে শুনেনা ধর্মের কাহিনী। ’৭১-সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতের নেতা-কর্মীরা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছে। সেই সময় রাজাকাররা চালিয়েছে হত্যাষজ্ঞ, কেড়ে নিয়েছে মা-বোনের ইজ্জত। চল্লিশ বছর পর আজ আবার স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত বিএনপিকে সাথে নিয়ে গনতন্ত্রকে ব্যহৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়ে পরেছে। তারই ধারাবাহিকতায় সোমবার ওই চক্রটি ঢাকাসহ ১৯ জেলায় একত্রে তান্ডব চালিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, কাজী স্বজল, সৈয়দা খায়রুন নাহার মায়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন বালী, যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস, ইউপি চেয়ারম্যান  সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দে, যুবলীগ নেতা খোকন মল্লিক, আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুর আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ মানিক, ছাত্রলীগ নেতা এস.এম মনিরুজ্জামান মনির, সুমন মাহমুদ প্রমুখ। এরপূর্বে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।