শাবি সিএসই’র কার্নিভ্যাল শুরু কাল

রিয়াজ উদ্দিন, শাবি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে ‘সিএসই কার্নিভ্যাল-’১১’। আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে তিনদিন ব্যাপী এ উৎসবের। শাবি ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন এ উৎসবের উদ্বোধন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বুয়েটের প্রফেসর ড. মোহ্ম্মাদ কায়কোবাদ ও মুনীর হাসান। এবছর সরকারী পৃষ্ঠপোষকতায় জাতীয়ভাবে সফটওয়্যার প্রতিযোগিতা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। উৎসবের প্রথম দিন রয়েছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির অংশগ্রহণে আইটি জব ফেয়ার। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান ছাড়াও থাকবে সচেতনতামূলক প্রচারাভিযান। এবছর পুরো অনুষ্ঠান ইন্টারনেটে সরাসরি লাইভ দেখা যাবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। দেশের বিভিন্ন পেশার বিশিষ্টজনদের নিয়ে সড়ক দুর্ঘটনার ওপর একটি গোল টেবিল আলোচনা। প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদসহ অন্যান্য আমিন্ত্রত অতিথিরা উপস্থিত থাকবেন। উৎসবে প্রায় ৯০টি দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। শেষ দিনে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।