সাধারণ জনগনের চরম ভোগান্তি আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের ৩০টি পদ বছরের পর বছর শূণ্য

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুতপূর্ণ ৩০টি পদ বছরের পর বছর শূণ্য থাকায় ওইসব দপ্তরের কার্যক্রম মুখ থুবরে পরেছে। আর এ কারনে প্রশাসনিক গতিহীনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারন জনগনের। এ সকল শূণ্যপদের জন্য দীর্ঘদিন থেকে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রনালয়ে চিঠি চালাচালি করেও শূন্যপদের জন্য জনবল নিয়োগ পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সহকারি কমিশনার (ভূমি), পশু সম্পদ কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা ও খাদ্য নিয়ান্ত্রন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের পদগুলো দীর্ঘদিন থেকে শূণ্য রয়েছে। গুরুতপূর্ণ এসকল পদগুলো বছরের পর বছর শূণ্য থাকায় প্রশাসনের সকল কার্যক্রম মুখ থুবরে পরেছে। সূত্র মতে, উপজেলা প্রশাসনই নয় জনগণের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্যকপেক্সে ১৭টি পদের মধ্যে মাত্র ১ জন ডাক্তার কর্মরত রয়েছেন। বাকি ১৬ টি পদ শূণ্য রয়েছে। স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কর্মকান্ডে জনগণের ভোগান্তির পাশাপাশি শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ভেগাই হালদার পাবলিক একাডেমী ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘ কয়েক বছর ধরে শূণ্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস জানান, শূণ্য পদে কর্মকর্তাদের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে।