বিরোধীয় জমির ধানকাটা নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামে গতকাল সোমবার সকালে বিরোধীয় জমির ধানকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা গ্রামের হিরালাল বাড়ৈ ও মতিন সরদারের মধ্যে ২১ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। গতকাল সোমবার সকালে বিরোধীয় জমিতে হিরালাল বাড়ৈ ধান কাটতে গেলে মতিন সরদারের সাথে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের হিরালাল বাড়ৈ, মতিন সরদার, মোশারফ, ফারুক সরদার, শ্রমিক হামিম, মুজাহিদ, মরিয়ম, মায়া, মাজেদা, সুমা, আঁখিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।