বরিশালে নারী ও শিশু পাচার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মামুনুর রশীদ নোমানী,বরিশালঃ শিশু ও নারী পাচার মানবতার বিরুদ্বে অপরাধ শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এরিয়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের ডিআইজি ডাঃ আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের  উপ -পরিচালক ডাঃ অনিল চন্দ্র দত্ত,বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক আঃ হক, বিসিসির প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা, ডিসি হেড কোয়ারর্টার মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার দেবদাস ভট্রাচার্য, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট পরিচালক প্রভাস চন্দ্র বিশ্বাস,প্রোগ্রাম অফিসার কাজী মোক্তার হুসেইন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্ট বিষয়ে অবহিত করেন।কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবছর দেশে ২০ থেকে ২৫ হাজার নারীও শিশু পাচার হচ্ছে।পাচার বন্দে সচেতন হতে হবে সকলকে।