বরিশালে সফল বিএনপির হরতাল ॥ পুলিশের লঠিচার্জে আহত ৫ও গ্রেফতার ৪

শাহিন হাসান, বরিশালঃ সারাদেশের ন্যায় বরিশালেও হরতাল পালিত হয়েছে। আ’লীগ নয়, প্রতিবারের ন্যায় এবারও বরিশালে হরতাল সমর্থনে মিছিলকারীদের উপর পুলিশ এবারও লঠিচার্জ করেছে। এসময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ৫ জন আহত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিএম কলেজের সামনে থেকে ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল সমর্থনে বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ এ্যডভোকেট মজিবুর রহমান সারোয়ার (এমপি)’র নেতৃত্বে বিএম কলেজের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম শাহীনসহ ৫ জন আহত হয়।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার কমলেশ চন্দ্র হালদারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ও দিকে হরতালের কারনে সদর রোড, চক বাজার, র্গীজা মহল্লা, হাসপাতাল রোড, সাগরদী, নথুল্লাবাদ এলাকা সহ নগরীর প্রধান প্রধান সড়কগুলোর ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। অফিস আদালত ও দোকান-পাট ছিল বেশীর ভাগই বন্ধ। তবে ব্যাংকগুলো বিকল্প পদ্ধতিতে অনেকটা গোপনীয়ভাবে তাদের কার্যক্রম চালু রেখেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাচ বাংলা ব্যাক। এ ছাড়া দূর পাল্লার যান বাহন আজ বিকেল পর্যন্ত চলাচল করেনি।