বরিশালে সম্মিলিত সামাজিক আন্দোলনের মতবিনিময়

মামুনুর রশীদ নোমানী, বরিশালঃ বরিশালে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা আশংকা প্রকাশ করে বলেছেন আগামী আড়াই বছরের মধ্যে দেশের পরিবর্তন না হলে এ দেশে যুদ্ধাপরাধী সমর্থিত এক সরকার প্রতিষ্ঠা হবে। এটা হতে পারেনা। একারনে দেশব্যাপী গন আন্দোলনের নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান ওই সভার প্রধান অতিথি  পঙ্কজ ভট্টাচার্য্য। বক্তৃতা করেন বরিশাল জনস্বার্থ রক্ষা কমিটির সদস্য সচীব মানোয়ার ইসলাম অলি, সেক্টর কমান্ডার ফোরাম জেলা সম্পাদক কাজল ঘোষ, খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে, সামাজিক আন্দোলন বরিশাল জেলার নেত্রী হাওয়া বেগম, শিক্ষক নেতা দাসগুপ্ত আশিষ কুমার, ডা.হবিবুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী প্রমূখ।

দেশকে সার্বিক সংকট থেকে উত্তরন, মুক্তিযুদ্ধের ধারা ও গনতন্ত্র রক্ষা, জনগনের অধিকার ও গনদাবী প্রতিষ্ঠার্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমমনাদের নিয়ে নগরীর ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনের ২য় তলায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গনফোরাম বরিশালের সভাপতি হিরন কুমার দাস মিঠু। সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখা এর আয়োজন করে।