গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতনে গর্ভপাত

বাবার বাড়িতে বেড়াতে এসে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের অমানুষিক নির্যাতনে দু’দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে মৃত সন্তান প্রসব করেছে এক অন্তঃস্বত্তা গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সকালে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে প্রকাশ, উপজেলার কান্ডপাশা গ্রামের সোহাগ বেপারীর ৬ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী জুমুর বেগম (২০)। গত ৩০ এপ্রিল বাবার বাড়ি একই উপজেলার হরিসেনা গ্রামের আলাউদ্দিন হোসেনের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুমুরের ভাই কিশোর জাকির হোসেন ও পাশ্ববর্তী বাড়ির ফিরোজের পুত্র মৃদ্যুলের খেলার ছলে বাকবিতন্ডা বাঁধে। এ ঘটনার জের ধরে ফিরোজ ও তার লোকজনে কিশোর জাকিরকে মারধর করে। এসময় ভাইকে রক্ষা করতে গিয়ে অমানুষিক নির্যাতনের স্বীকার হন অন্তঃস্বত্তা জুমুর। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে মা ও শিশু কল্যান কেন্দ্রে ভর্তি করা হয়। দু’দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার রাতে জুমুর একটি মৃত সন্তান প্রসব করে। গৌরনদী মা ও শিশু কল্যান কেন্দ্রের ইনচার্জ ডাঃ আব্দুস সামাদ জানান, তলপেটে প্রচন্ত আঘাতের কারনে জুমুরের গর্ভের সন্তান মারা যায়। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার জুমুরের স্বামী সোহাগ বেপারী বাদি হয়ে ৫ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।