আধাপাকা ধান পানির নিচে

পূর্ণিমার জোয়ারের পানির চাপে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পানি উন্নয়ন বোর্ডের রাজিহার ইউনিয়নের কাপাইন্না, চৌদ্দমেদা, বাশাইল ভেরিবাঁধের সাজুরিয়া কাপাইন্না এলাকার ভেড়িবাঁধ ভেঙ্গে ঢলের পানিতে বিল এলাকার ২৫টি ইরি-বোরো ব্লকের আওতাধীন প্রায় ২ হাজার ৫’শ একর জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। এতে চৌদ্দমেদা বিলে চাষ করা প্রায় সহস্রাধীক চাষীরা এখন সর্বশান্ত হয়ে পরেছেন। কৃষাণের অভাবে গত তিনদিনেও তলিয়ে যাওয়া আধাপাকা ধান কেটে উঠাতে পারেননি চাষীরা।
স্থানীয় কৃষক আব্দুর রব হাওলাদার জানান, গত রবিবার রাতে হঠাৎ করে ঢলের পানিতে পুরো চৌদ্দমেদা বিল এলাকার আধাপাকা ধান তলিয়ে যায়। তিনি আরো জানান, কৃষাণের অভাবে গত দু’দিনেও তলিয়ে যাওয়া ধান কেটে উঠাতে পারেননি। তাই তিনি নিকট আত্মীয়-স্বজনদের খবর দিয়ে গতকাল বুধবার থেকে তলিয়ে যাওয়া ধান কাটার কাজ শুরু করেছেন।
প্রান্তিক কৃষক মোঃ ইলিয়াস তালুকদার জানান, দীর্ঘ ৩৫ বছর পূর্বে তৎকালীন কৃষিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিলাঞ্চলের কৃষকদের জমি চাষে উপযোগী করার লক্ষে পানি উন্নয়ন বোর্ডের আওতায় চৌদ্দমেদার পূর্ব গোয়াইল-কাপাইন্না-বাশাইল এলাকায় ভেড়ি বাঁধ নির্মান করেন। ভেড়িবাঁধটি নির্মানের পর আর সংস্কার করা হয়নি।
আগৈলঝাড়া উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা খলিলুর রহমান ও সুভাষ মন্ডল ক্ষতিগ্রস্থ বিল পরিদর্শন করে জনকন্ঠকে জানান, সাজুরিয়া কাপাইন্না এলাকায় ভেরিবাঁধ ভেঙ্গে পানি ডুকে গোটা বিল এলাকা তলিয়ে গেছে। তারা মাইকিং করে কৃষকদের ধান উত্তোলনের জন্য সচেতন করেছেন বলেও উল্লেখ করেন।