আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেয়ার ঘটনায় একজন গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালজসহ দেখিয়ে দেয়ার হুমকির ঘটনায় গতকাল বুধবার দুপুরে থানা পুলিশ হুমকিদাতা বাগধা গ্রামের সালাম ভাট্টিকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বাগধা গ্রামের সালাম ভাট্টি ও খালেক ভাট্টির মধ্যে ২২ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার মিমাংসার জন্য খালেক ভাট্টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস ও বাগধা ইউনিয়নের চেয়ারম্যান বাবুল ভাট্টিসহ ওই এলাকার গণ্যমান্যদের নিয়ে গতকাল বুধবার সকালে ইউএনও’র কার্যালয়ে বৈঠকে বসা হয়। বৈঠকে জমির বিরোধ নিয়ে বরিশাল আদালতে মামলা থাকায় বিরোধপূর্ন জমির রোপনকৃত ইরি-বোরো ধান বর্গা চাষীর অংশ বাদ দিয়ে উভয় পক্ষের ধান স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গচ্ছিত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। আদালতে যার পক্ষে রায় দেবেন গচ্ছিত ধান সেই পাবে বলেও বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
এতে ক্ষিপ্ত হয়ে সালাম ভাট্টি ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের হিসাব রক্ষক আব্দুল হালিম তালুকদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওইদিন দুপুরেই থানার এস.আই মাহবুবুর রহমান উপজেলা সদর থেকে হুমকিদাতা সালাম ভাট্টিকে গ্রেফতার করে।