আগৈলঝাড়া প্রতিনিধি ॥ কুকুরে মানুষের গায়ে-পায়ে কামড় দেওয়ার ঘটনা থাকলেও এর বিপরীত ঘটেছে আগৈলঝাড়ায়। বৃহস্পতিবার রাতে উপজেলার ঐচারমাঠ গ্রামের সমীর বাড়ৈ তার বাড়ির উপর দিয়ে অজ্ঞাত লোকজন যেতে দেখলে নাম জানতে চাইলে তারা কোন জবাব না দেওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই বাড়ির নির্মল বাড়ৈর আত্মীয় মোল্লাপাড়া গ্রামের হীরোলাল হালদারের কলেজ পড়ুয়া পূত্র অমরেশ হালদার (২০) সমীরের চোয়ালে সজোরে কামড় দিয়ে মাংস ছিঁড়ে ফেলে। আহত সমীরকে গৈলা হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তার ক্ষত স্তানে ৪ টি সেলাই দিয়েছে।