আগৈলঝাড়ায় চাঁদার দাবিতে মাজারের ভক্তদের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতাঃ চাঁদার দাবিতে এলাকার কতিপয় প্রভাবশালীরা মাজারের ভক্তদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১ অক্টোবর) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামে।

জানা গেছে, ভালুকশী গ্রামের মৃত কাজী মোঃ মোসলেম চাঁন আল কাদরীর মাজারের খাদেম মোঃ গোলাম মাওলা মৃধার কাছে স্থানীয় প্রভাবশালী মামুন কাজী ও চুন্নু কাজীর নেতৃত্বে তার সহযোগীরা র্দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় প্রায়ই মাজারের খামেদসহ ভক্তদের নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে প্রভাবশালী মামুন ও চুন্নুর নেতৃত্বে তাদের সহযোগী আজাদ, মনির হোসেন, আনোয়ার সিকদার মাজারের খাদেমসহ ভক্তদের ওপর হামলা চালায়। হামলায় খাদেম মোঃ গোলাম মাওলা মৃধা, ভক্ত নেছার উদ্দিন, নাসির সরদার, মোকলেচুর রহমান কাজী, ইমরান, জেসমিন, সাজেদা বেগম, হোসনেয়ারা বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হয়।