র‌্যাফেল-ড্র কেড়ে নিলো কিশোরীর ইজ্জত

কল্যান কুমার চন্দ, উজিরপুর : উপজেলার হারতায়  যাত্রা প্যান্ডেলে অনুষ্ঠিত র‌্যাফেল-ড্র কেরে নিল ৭ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীর ইজত। ঐ ছাত্রীকে অপহরনের ২ দিন পরে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের সম্রাট সরদারের বাড়ী থেকে উদ্ধার  করে হারতা ইউনিয়নের চেয়ারম্যান হরেন রায়ের জিম্মায় রাখা হয়। এ ঘটনায় উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরনে জানাযায় হারতা বাজারে মাস ব্যাপি ঈদ আনন্দ মেলায় লামিয়া র‌্যাফেল-ড্র তে টিকিট কাউন্টারে টিকিট বিক্রয়ের কাজ করছিল পূর্ব রাজাপুর গ্রামের শুভাষ মিস্ত্রীর কণ্যা দিপীকা মিস্ত্রী (১৫)। র‌্যাফেল-ড্র কর্মচারী বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের ওমর আলী সরদারের পুত্র সম্রাট সরদার(২৫) ফুসলিয়ে ফাসলিয়ে মেয়েটিকে গত ২৮ সেপ্টেম্বর রাতে অপহরন করে তার বাড়ীতে নিয়ে যায়। হিন্দু সম্প্রদায়ের মেয়েকে নিয়ে যাওয়ায়  ঐ এলাকায় তোলপারের সৃষ্টি  হয়েছে। পরবর্তীতে ২ দিন পরে মেলার আয়োজক দেলোয়ার হাওলাদারের সহযোগীতায় হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায় ও ইউপি সদস্য নিখিল চক্রবর্তী মেয়েটিকে উদ্ধার করে হারতায় নিয়ে আসে। ধর্ষিতার পিতা সুভাষ মিস্ত্রী ২ জনকে আসামী করে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।