উজিরপুরের ধামুরা-সাতলা-পয়সারহাট সড়ক উন্নয়ন কাজ বন্ধ

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের  উজিরপুরের ধামুরা-হারতা-পয়সারহাট সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হওয়ায় এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের অভিযোগের কারনে কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি। জানা গেছে এলজিইডির ত্বত্তাবধায়নে এস ডব্লিউ বি, আর,ডি,পি প্রকল্পের আওতায় ধামুরা- হারতা- সাতলা- পয়সারহাট জিসি সড়ক উন্নয়ন কাজটি কোহিনুর এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান চৌধূরী গত ২৪ এপ্রিল টেন্ডারের মাধ্যমে ৩ কোটি ৬৭ লক্ষ ৫৮ হাজার ৬ শত ৬৯ টাকার কাজটি পেয়ে শুরু করে। কাজের শুরুতেই ব্যাপক অনিয়ম দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় , রাস্তার মাত্র পাঁচফুট দুর থেকে পাশে টপ এবং ভিম থেকে খোনতা ও সাবল দিয়ে মাটি কেটে রাস্তার প্রসস্ততা বাড়ানো হয়। যাতে মূল রাস্তা ধসে যাওয়ার সম্ভবনা রয়েছে। এ প্রেক্ষিতে ওই এলাকার লোকজন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের অভিযোগের কারনে গত ২৭ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির খান  কাজটি বন্ধ করে দেন। এছাড়া কাজের জন্য মজুদকৃত নির্মান সামগ্রী ও নিন্মমানের বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মনিরুল ইসলাম মনি নিন্ম মানের কাজ হওয়ার কথা শুনে অসোন্তষ প্রকাশ করেন এবং সঠিক ভাবে কাজ হওয়ার জন্য কতৃপক্ষকে নির্দেশ দেন।