কালকিনিতে জাল নোটসহ দুই যুবক আটক

কালকিনি সংবাদদাতাঃ কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজার থেকে গত রোববার সন্ধ্যায় ২৭টি এক হাজার টাকার জালনোটসহ জামাল মিয়া (৩০) ও বাবুল মোল্লা (২৫) নামের দুই যুবককে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের কাছে সোপার্দ করেছে। এ সময় শফিক হোসেন নামের এ চক্রের আরো এক সদস্য কৌশলে পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটককৃ জামাল মিয়া, বাবুল মোল্লা ফাসিয়াতলা বাজারের একটি মুদির দোকানে রসুন কিনে এক হাজার টাকার নোট,দেয়। দোকান্দার টাকাদেখে সন্দেহ হলে যাচাই বাচাই করতে গিয়ে জাল নোট ধরা পড়ে। এসময় বাজারের ব্যবসায়ীরা আটককরে তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে ২৭টি একহাজার টাকার জালনোট উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানার এসআই নাসির উদ্দিন আটককৃতদের থানায় নিয়ে আসে। আটককৃত কামাল বরগুনা জেলার আমতলী থানার করই বলিয়া  এলাকার কচুপাতরা গ্রামের। সে ওই গ্রামের সৈয়দ আলীর পুত্র এবং বাবুল মোল্লা কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকার মোহরদ্দির চর গ্রামের রহমান মোল্লার পুত্র। এ ঘটনায় কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে। উলেখ্য গত শনিবার বিকেলে উপজেলার পাথুড়িয়ার পাড় বাজার থেকে কামাল সিকদার (২৭) ও আলাউদ্দিন মাতুব্বর (২৫) নামের আরো ২ যুবককে ৩টি একহাজার টাকার জালনোটসহ আটককরে পুলিশে সোপর্দ করেছে জনতা।