আগৈলঝাড়া বিএনপি’র আহ্বায়ক কমিটি বহাল রেখেছে আদালত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া বিএনপি’র আহ্বায়ক কমিটি বহাল রেখে কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আদালত। আহ্বায়ক কমিটির মিষ্টি বিতরণ।

আদালতের রায়ের বরাত দিয়ে আহ্বায়ক আবুল হোসেন লাল্টু জানান, গত সোমবার ৩ অক্টোবর বরিশাল সিনিয়র সহকারী জজ স্বপন সাহার আদালত আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির উপর জারিকৃত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। ফলে বিএনপি’র দীর্ঘ দিনের কমিটির দ্বন্দের আপাতত নিরসন হয়েছে বলেই ধরে নিয়েছে সাধারণ নেতা কর্মিরা। ইউনিয়ন সভাপতি, সম্পাদক সহ নেতা কর্মীদের অভিযোগ ও দলীয় কার্যক্রমে অংশ গ্রহন না করার প্রেক্ষিতে গত ২০ আগষ্ট জেলা (উঃ) বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এমপি আগৈলঝাড়া উপজেলা কমিটি বিলুপ্ত করে আবুল হোসেন লাল্টুকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। ওই কমিটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে অর্ন্তঃজালায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিক্ষোভে ফেটে পরে বিলুপ্ত কমিটির নেতারা। বিক্ষুব্ধ বিলুপ্ত কমিটির নেতারা তাদের কমিটি বহাল রেখে নব গঠিত আহ্বায়ক কমিটি বাতিলেল দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে গত ২৫ আগষ্ট সংবাদ সন্মেলন ও মানব বন্ধন পালন করে। এ ঘটনার এক দিন পর ২৭ আগষ্ট গৌরনদী উপজেলা বিএনপি সভাপতি ও  ৯ ম জাতীয় সংসদে ৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সোবহান তার অনুসারীদের কমিটি বহাল রাখতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে জেলা বিএনপি কর্তৃক অবৈধভাবে আগৈলঝাড়া উপজেলা বিএনপি কার্যকরি কমিটি বিলুপ্ত করে অসাংগঠনিকভাবে আহ্বায়ক কমিটিগঠনের অভিযোগ করে পূর্বের কমিটি পুণঃ বহাল রাখার আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে দলের মহাসচিবের কার্যালয় থেকে যুগ্ম মহাসচিব ও দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ২৮ আগষ্ট জেলা (উঃ) বিএনপি সভাপতি এমপি ফরহাদ ও সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিএনপি/ সাধারণ/৭৬/২৫/২০১১ স্মারকে ৭ দিনের মধ্যে আগৈলঝাড়া বিএনপি কমিটি বিলুপ্তর কারন লিখিত প্রতিবেদন আকারে পেশ করতে নির্ধেশ দেন। এদিকে সোবহান দলের মহাসচিবের উপর আস্থা রাখতে না পেরে বিলুপ্ত কমিটি টিকিয়ে রাখার জন্য বিলুপ্ত কমিটির সভাপতি আ. লতিফ মোল¬াকে দিয়ে ২৯ আগষ্ট বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে জেলা সভাপতি , সম্পাদক, আগৈলঝাড়া উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ ৮ জনের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেন। যার নং-২০৯/১১। বিজ্ঞ আদালত কোন কমিটি বাতিল বা অবৈধ ঘোষনা না করে পরবর্তি শুনানীর দিন ধার্য করে আহ্বায়ক কমিটির উপর অন্তবর্তিকালীন স্থিতি আদেশ জারি করে। গত সোমবার ৩ অক্টোবর বরিশাল সিনিয়র সহকারী জজ স্বপন সাহার আদালত আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির উপর জারিকৃত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। আদালতের রায়ের পর গতকাল মঙ্গলবার  আহ্বায়ক আবুল হোসেন লাল্টু  ও কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় শেষে মিষ্টি বিতরণ করেছেন। আদালতের রায়ের ফলে বিএনপির কার্যক্রমে আহ্বায়ক কমিটির আর কোন বাধা রইলনা। উলে¬খ্য, ২০০৯ সালের ২৭ নভেম্বর লতিফ মোল¬ার বাড়িতে কাউন্সিলের মাধ্যমে আ. লতিফ মোল¬¬াকে সভাপতি, এস এম আফজালকে সাধারণ সম্পাদক ও মাহাবুবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্ধারন করেন কাউন্সিলররা। ওই কমিটি গত ২ বছরে দলেল কোন কার্যক্রমে অংশ গ্রহন না করে নিজেদের মধ্যে দলাদলিতে লিপ্ত হয়। তৃণমুল পর্যায় থেকে ঝিমিযে পড়ে দলের সকল কার্যক্রম।