আগৈলঝাড়ার পূজা মন্ডপ পরিদর্শনে ডিআইজি

নিজস্ব সংবাদদাতাঃ আগৈলঝাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করলেন বরিশাল ডিআইজি সহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তারা।

গত সোমবার রাতে জেলা পুলিশের উচ্চ পদস্ত কর্মকর্তারা সস্ত্রীক উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি ডা.আ. রহিম। কেন্দ্রীয় পূজা মন্ডপে ডিআইজি আ. রহিম তার বক্তব্যে বলেন, এখানকার মানুষ ধর্মীয় সম্প্রিতীর বন্ধনে আবদ্ধ থেকে যেভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে তা সারা দেশের জন্য একটি অনন্য উদাহরণ। বিভাগের সবচেয়ে বেশি পূজার এলাকা আগৈলঝাড়ায় শান্তি শৃংখলাও অনেক ভাল। মন্দির গুলোতে নাশকতা মুলক কর্মকান্ড প্রতিরোধের জন্য পর্যাপ্ত পরিমান আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এসময় তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন, পূজায় কোন রকমেই আইন শৃংখলা বিঘ্নকারীদের ক্ষমা করা হবেনা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) সাইদুল ইসলাম, গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিপিএম নুরুল ইসলাম, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দি। পরে কর্মকর্তারা উপজেলার গৈলার অজয় দাশ গুপ্তের বাড়ির মন্দির, গৈলা বাজার কর্মকার বাড়ি মন্দির, সদরের বিষ্ণু মন্দির, কালুরপাড় মন্দিরসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।