বরিশালে নতুন বিচারক হুমায়ুন কবিরের যোগদান

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ৮ মাস বিচারকের পদ শূন্য থাকার পর অবশেষে ৪ অক্টোবর মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে নতুন বিচারক যোগদান করেছেন। প্রথম কর্মদিবসেই নতুন বিচারক হুমায়ুন কবির অর্ধশত মামলার কার্যাদেশ দিয়েছেন। এর ফলে স্বাভাবিক গতি পেল বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনাল।

জানা গেছে, ৮ মাস পূর্বে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারপতি আবুল হোসেন বেপারী বদলী হয়ে যান। এরপর থেকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই ট্রাইবুনালের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে ওই আদালতের স্বাভাবিক গতি ও কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ট্রাইবুনাল সুত্রে জানা গেছে, বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে বর্তমানে সাড়ে ৩ হাজার মামলা বিচারাধীন রয়েছে। গত ৮ মাস বিচার কার্যাক্রমের স্বাভাবিক গতি না থাকায় মামলার জট বেড়ে এই অবস্থায় এসেছে। ৪ অক্টোবর মঙ্গলবার নতুন বিচারক হুমায়ন কবির যোগদান করার পর প্রথম কর্মদিবসেই প্রায় একডজন মামলার চার্জগঠন এবং ৫টি মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় আসামীদের অব্যাহতি দেন। এদিন তিনি প্রায় অর্ধশত মামলা পরিচালনা করেছেন বলে ট্রাইবুনাল সুত্রে জানা গেছে।