হিজলায় উপজেলা প্রশাসনের পুজা মন্ডপ পরিদর্শন

মামুনুর রশীদ নোমানী, বরিশাল: হিজলায় উপজেলা প্রশাসন পুজামন্ডপ পুজা মন্ডব পরিদশন করেছেন। ৫ অক্টোবর সন্ধ্যা ৭টা উপজেলা চত্বর থেকে প্রশাসন পুজা মন্ডপ পরিদর্শনে বের হয়। পুজা মন্ডপ পরিদর্শনে ছিলেন উপজেলা চেয়ারম্যান সুলাতান মাহমুদ টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ কাজী জাকির হোসেন, হিজলা থানা কর্মকর্তা ইনজার্জ মোঃ রফিকুল হোসেন, সহকারী উপজেলা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল মাস্টার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, এস আই আনোয়ার, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। মোটরসাইকেলের একটি বহরে উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন শেষে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জী বাসায় চা চক্রে মিলিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু বলেন সরকার এবার দেশে শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনের জন্য সর্বাত্মক নিরাপত্তা জোরদার করেছে। ফলে দেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সারাদেশে পুজামন্ডপের সংখ্যা বেড়েছে এমনকি হিজলায়ও একটি পুজামন্ডপ বেড়েছে। হিজলার ৯টি পুজা মন্ডপে ৫৪ জন আনসার সদস্য ও প্রতিটি মন্ডপে ২জন করে পুলিশ সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।