আগৈলঝাড়ায় বিদেশী মদ ও প্রাইভেটকারসহ তিন যুবদল নেতা গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিদেশী মদ, বিয়ার ও কাগজপত্রবিহীন একটি প্রাইভেটকারসহ তিনজন যুবদল নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে থানার গৈলা এলাকায় চেক পোষ্ট বসিয়ে প্রাইভেটকার (ঢাকা মেট্টো-খ-১১-১৬৯০) আটক করে তল্লাসী চালানো হয়। এসময় পুলিশ ওই প্রাইভেটকার থেকে এক বোতল বিদেশী মদ, ৬ ক্যান বিয়ার উদ্ধার করে। পুলিশের তল্লাসী চলাকালে গাড়ির মধ্যে থাকা তিন আরোহীসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য ও বড় বাসাইল গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র রিয়াজ মোল্লা তার অপর সহযোগী গৌরনদীর সুন্দরদী গ্রামের এস্কেন্দার আলীর পুত্র মেহেদী হাসান ও নন্দনপট্টি গ্রামের সফিজ উদ্দিনের পুত্র মোস্তফা কামালকে গ্রেফতার করে। এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।