এখন গৌরনদীর ফুটপাত দখল – পথচারীদের চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতাঃ বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ডের হাইওয়ে থানার সম্মুখের ফুটপাতের উভয় পার্শ্ব দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত পথচারী গৌরনদীর ফুটপাত দখলও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ উঠেছে বিষয়টি দেখেও না দেখার ভ্যান করছে হাইওয়ে থানা পুলিশ, উপজেলা ও পৌর প্রসাশন।

সূত্রমতে, গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকার ফুটপাতগুলো দখল করে দীর্ঘদিন ধরে টেম্পু-রিকসা, বাইসাইকেল ও পাওয়ার টিলার মেরামতের গ্যারেজ তৈরি হয়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ার কারনে বাধ্য হয়েই স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়েই চলাচল করছেন। এ কারনে সড়ক দূর্ঘটনা ঘটছে অহরহ। বর্ষা হলে ভোগান্তির আর শেষ নেই। কিন্তু বিয়ষটি দেখার যেন কেউ নেই।