৭০ বছরের বৃদ্ধা আতাহার ভানুর আর্তি – “আর কতো বয়স হইলে মুই বয়োস্ক ভাতা পামু”

নিজস্ব সংবাদদাতাঃ ৭০ বছরের বৃদ্ধা আতাহার ভানু মিনতি করে বলেছেন “আর কতো বয়স হইলে মুই বয়োস্ক ভাতা পামু” বিভিন্ন রোগে আক্রান্ত বিধবা আতাহার আতাহার ভানুভানু তার চিকিৎসার অর্থ যোগাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন।

বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার মৃত কেতাব আলী হাওলাদারের বিধবা স্ত্রী আতাহার ভানুর আজ বড়ই দুর্দীন। তার একমাত্র পুত্র আলাউদ্দিন হাওলাদার পেশায় রিকসা চালক। তার সামান্য আয়ে তিনবেলা ঠিকমতো আহার জোটেনা। এরপর মায়ের চিকিৎসার অর্থ যোগানো তার জন্য অসম্ভব হয়ে পরেছে। বৃদ্ধা আতাহার ভানু র্দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছেনা। সমাজের মহানুভব ব্যক্তিদের সহযোগীরা কিংবা বয়োস্ক ভাতা পেলে তার আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে, এ আশায় তিনি পৌর মেয়রসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।