গৌরনদী থেকে উধাও হওয়া ডাল বোঝাই ট্রাক ১৭ দিন পর টাঙ্গাইলে উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দর থেকে উধাও হওয়া ডাল বোঝাই ট্রাক ১৭ দিন পর গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের গোপালপুরে উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সরিকল বন্দরের ডাল ব্যবসায়ী মেহেদী হাসান সাড়ে ১৮ মে.টন খেসারীর ডাল ক্রয় করে ২১০ বস্তায় পাবনার মের্সাস নয়ন ডাল মিলে পাঠানোর জন্য গত ২০ এপ্রিল একটি ট্রাক ভাড়া করেন (যার নং-ঢাকা মেট্রা-ট-১১-২৩৪০)। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। পরেরদিন ব্যবসায়ী ডাল মিলে খোঁজ নিয়ে জানতে পারেন ডাল বোঝাই ট্রাক মিলে পৌঁছায়নি। এ ব্যাপারে ব্যবসায়ী মেহেদী হাসান গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুল গণি গতকাল শুক্রবার টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশের সহযোগীতায় ট্রাকটি আটক করলেও ট্রাক ড্রাইভার দিলিপ দাস পালিয়ে যায়। গোপালপুর থানার অফিসার ইনচার্জ ওসি দেওয়ান ইব্রাহিম ট্রাক আটকের সত্যতা স্বীকার করেন।