রাজাপুরে টেলিফোন বিল পরিশোধে গ্রাহকরা হয়রানির শিকার

ঝালকাঠি সংবাদদাতা: রাজাপুর উপজেলার সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের স্বেচ্ছাচারিতার ফলে উপজেলার কয়েক শত টেলিফোন গ্রাহক বিল দিতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা সদরের টেলিফোন গ্রাহক এনামুল হকসহ একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন,  বৃহস্পতিবার সকালে টেলিফোন বিল পরিশোধের জন্য সোনালি ব্যাংকের ক্যাশিয়ারের কাছে গেলে তিনি বলেন আজকে টেলিফোন বিল জমা নেয়া যাবেনা। আগামী ২০ অকটোবরের পরে যেকোন সময়ে বিল জমা নেয়া যাবে।

এ ব্যাপারে ঝালকাঠি টেলিফোন অফিসের উপ-সহকারি প্রকৌশলী ফারুক ওহিদ সাংবাদিকদের জানান, সোনালী ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী অফিস চলাকালীন যে কোন সময়ে বিল জমা নিতে বাধ্য থাকার কথা। এ ব্যাপারে রাজাপুর সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুল হক বলেন, আমাদের কাজের সুবিধার জন্য প্রত্যেক মাসেই বিল নেয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ ধার্য্য করা হয়।