হারবাল মেডিসিনের উপর ১৫ দিন ব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবালের যৌথ উদ্যোগে হারবাল মেডিসিনের উপর ১৫ দিন ব্যাপি অনুষ্ঠিত ভ্রাম্যমান প্রশিক্ষন কর্মশালা আজ শুক্রবার সমাপ্ত হয়েছে।

জানাগেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের গৌরনদী উপজেলা কার্য্যালয় ও মডার্ন হারবাল গ্রুপের গৌরনদী শাখা কার্য্যালয়ের উদ্যোগে গৌরনদী পৌরসভার হলরুমে গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মশালার প্রশিক্ষন ক্লাস চলে। আজ শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠিত মুল্যায়ন পরীক্ষার মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়। গত ৩০ সেপ্টেম্বর সকাল ৯ টায় গৌরনদী পৌরসভার হলরুমে অনুষ্ঠিত আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষন কর্মশালাটি শুরু হয়েছিল। মডার্ন হারবালের গৌরনদী উপজেলা সদরের ডিলার মোঃ আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিচ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মডার্ন হারবালের মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান, গৌরনদী উপজেলা সমাজ সেবা অফিসের প্রতিনিধি তাসবিরুল মহসিন বাবুল, গৌরনদী পৌরসভার কর আদায়কারী খোন্দকার মোশারফ হোসেন প্রমুখ।