গৌরনদীতে পান চোরদের হামলায় ব্যবসায়ী আহত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামে পান চোরদের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে জানা গেছে, ওই গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ ঢালীর পুত্র পান ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঢালীর বাড়ির পাশ্ববর্তী পান বরজ থেকে বৃহস্পতিবার বিকেলে পান চুরি কর নিয়ে যায় একই গ্রামের চুন্নু হাওলাদার, খোকন হাওলাদার ও শামীম হাওলাদার। সংঘবদ্ধ চোরেরা পান চুরি করে পালিয়ে যাওয়ার সময় রবীন্দ্রনাথ ঢালীর মা আলোমতি ও তার বড় ভাইয়ের স্ত্রী অলোকা রানী ঢালীর সম্মুখে পরে। এসময় তারা ডাকচিৎকার শুরু করলে সংঘবদ্ধ চোরেরা পালিয়ে যায়। ওইদিন রাতে স্থানীয় সাদ্দাম বাজারে বসে ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঢালী সংঘবদ্ধ চোরদের কাছে পান চুরির বিষয়টি জিজ্ঞাসা করে। এতে ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ চোরেরা হামলা চালিয়ে ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঢালীকে গুরুতর আহত করে।