গৌরনদী থেকে মোবাইল ভর্তি ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের গৌরনদী থানা পুলিশ শুক্রবার রাতে একটি নৈশ পরিবহনে অভিযান চালিয়ে মোবাইল ফোনের মধ্যে ভর্তি ইয়ারা উদ্ধার করেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দুইটার দিকে ঢাকার রায়ের বাজার থেকে বরিশালের আগৈলঝাড়াগামী আজমিরি নামের নৈশ পরিবহনে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে থানা পুলিশ অভিযান চালায়। এসময় পরিবহন চালকের সম্মুখে রাখা একটি মোবাইল বাক্সের মোবাইল ফোনের মধ্যে রাখা ৩৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিবহনের চালক রফিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক রফিক জানিয়েছে রায়েরবাজার কাউন্টারে বসে চালক রফিকের কাছে গৌরনদীর দক্ষিণ পালরদী গ্রামের জনৈক খোকন মোল্লা মোবাইলটি দিয়েছে। সে তাকে (রফিককে) জানিয়েছে, একই গ্রামের জনৈক আতিকুর রহমান ও হারুন মোবাইলটি নিয়ে যাবে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে থানার এএসআই নুরুল হক বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে খোকন মোল্লা, আতিকুর রহমান ও হারুনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অপর একটি সূত্রে জানা গেছে, ড্রাইভার রফিকের আটবের খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঢাকার রায়েরবাজারের আজমিরি কাউন্টারের শ্রমিক মোঃ বাবর আলী জনৈক খোকন মোল্লাকে আটক করেন। এসময় খোকন মোল্লাকে তাকে বেধম মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহক বাবর আলীকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।