গৌরনদী কাঁপাতে কলেজ মাঠে আসছেন শিল্পী কাজী শুভ ও ক্ষুদে গানরাজের পড়শি

গৌরনদী ডটকম ॥ দেশের ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজের নবীন বরন ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত মঞ্চ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে গৌরনদী কাঁপাতে আসছেন দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান গৌরনদীর গর্ব দেশের ঝড়তোলা শিল্পী কাজী শুভ ও ক্ষুদে গানরাজের শিল্পী পড়শি। এ অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল শনিবার থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

আয়োজক কমিটির আহবায়ক ও সরকারি গৌরনদী কলেজের উপাধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আগামি ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজের নবীনবরন ও কলেজ প্রাঙ্গনে নবনির্মিত “শহীদ আবদুর রব সেরনিয়াবাত মঞ্চ” উদ্বোধন উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। এছাড়াও নবীনবরন ও মঞ্চ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের সারাজাগানো শিল্পী কাজী শুভ, ক্ষুদে গানরাজের শিল্পী পড়শি ও স্থানীয় শিল্পীরা অংশগ্রহন করবেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি মোঃ লুৎফর রহমান দ্বিপ জানান, নবীনবরন, মঞ্চ উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল শনিবার থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।