আগৈলঝাড়ার শিক্ষিকা শারমিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের হত্যাকারী খুনী সিরাজুল ইসলাম আবুল গোমস্তার ফাঁসির দাবিতে আজ তিন উপজেলার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দের সমন্ময়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ঘোষিত সাতদিনব্যাপী লাগাতার কর্মসূচীর চতুর্থ দিনে রবিবার কালো ব্যাচ ধারন শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করে পাঠদান থেকে বিরত থাকেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে শিক্ষক নেতৃবৃন্দরা স্বরাষ্ট্রমন্ত্রির বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। বরিশাল-পয়সারহাট সড়কের আগৈলঝাড়া উপজেলা পরিষদ সড়কসহ প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে তিন উপজেলার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে আগৈলঝাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আগৈলঝাড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন বাবুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আনসারী, বরিশাল জেলা সভাপতি টি.এম আলতাফ হোসেন, গৌরনদী উপজেলা সাধারন সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক গৌরনদী শিক্ষক ফোরামের সভাপতি সুদাম পাল, উজিরপুর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, নিহতের বোন আইরিন জাহান ইমু, আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শিক্ষক আভা মুখার্জী, যতীন্দ্র নাথ মিস্ত্রী, নিত্যানন্দ মজুমদার, মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক আব্দুর রইস সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আফজাল হোসেন সিকদার প্রমূখ।