ঝালকাঠিতে লক্ষাধিক টাকার ফলজ ও বনজ গাছ কাটার অভিযোগ

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের বারুহার গ্রামে আলহাজ্জ্ব নান্নান হাওলাদারের বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় তিনি সমীর মাঝি, বিনয় মাঝিসহ ১১জনের বিরুদ্ধে গাছ কাটার অভিযাগে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনার সত্যতা জানতে সরেজমিন পরিদর্শন করেছে।

অভিযোগকারী কেওড়া ইউনিয়নের বাসিন্দা অব: পুলিশ সদস্য নান্নান হাওলাদার জানান, ১৯৯১ সালে বারুহার গ্রামের অন্নদা চরন মাঝীর ৬১ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে একই এলাকার কিছু স্বার্থান্বেষী মহল নানা ভাবে তার ক্ষতিসাধন করে আসছে। গত ১৫ অকটোবর রাতে তার জমির ওপর রোপিত নারকেল, আমড়া, পেঁপেঁসহ নানা প্রজাতির গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা।