আগৈলঝাড়ার স্কুল শিক্ষিকা শারমিন হত্যা – খুনী আবুলের একদিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া চাঞ্চল্যকর শিক্ষিকা শারমিন আক্তারের হত্যা মামলার আত্মস্বীকৃত খুনী সিরাজুল ইসলাম আবুল গোমস্তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি জানান, উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শারমিন আক্তারকে হত্যার পর পরই গ্রেফতারকৃত খুনী সিরাজুল ইসলাম আবুল গোমস্তাকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে থানা হাজতে দু’দিনের জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে গত শুক্রবার (১৪ অক্টোবর) বরিশাল আদালতে প্রেরন করা হয়। মামালার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আলী হোসেন জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলতাফ হোসেন গতকাল সোমবার খুনী আবুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অপরদিকে আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ঘোষিত সাত দিনের লাগাতার কর্মসূচীর ৪র্থ দিনে গতকাল সোমবার শিক্ষকেরা কালোব্যাজ ধারন, ৯৫টি বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও পৃথক ভাবে প্রতিটি বিদ্যালয়ে স্মরন সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।