গৌরনদী মাতিয়ে গেলেন কন্ঠ শিল্পী কাজী শুভ ও ক্ষুদে গানরাজ পড়শি

নিজস্ব সংবাদদাতাঃ কন্ঠের যাদুতে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মাঠে উপস্থিত দর্শকদের মাতিয়ে গেলেন দেশের সারাজাগানো ঝড়তোলা কন্ঠশিল্পী কাজী শুভ ও পড়শি।

ইতিহাস ঐতিহ্য সম্মৃদ্ধ দেশের ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজের নবীন বরন ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত মঞ্চ উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে স্থানীয় শিল্পীদের পাশাশাশি দেশের বর্তমান ওই দু’তারকা কন্ঠ শিল্পী এসেছিলেন গৌরনদীতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজের নবীনবরন ও ১৯৭৫ সনের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে ঘাতকদের নির্মম বুলেটে নিহত সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনয়িাবাতের স্মরনে কলেজ মাঠে নবনির্মিত “শহীদ আবদুর রব সেরনিয়াবাত মঞ্চ” উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠের যাদুতে দর্শকদের মাতিয়ে তোলেন দেশের সারাজাগানো শিল্পী, দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান, গৌরনদীর গর্ব কন্ঠশিল্পী কাজী শুভ ও ক্ষুদে গানরাজের শিল্পী পড়শি।