কোটিপতি সান্টুর নিরুদ্দেশ!

উম্মে রুম্মান, বরিশাল ॥ ওয়ান ইলেভেন সরকারের দোসর বিএনপির কেন্দ্রীয় সদস্য বরিশালের আলোচিত কোটিপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু এখন নিরবে পথ চলছে। দীর্ঘ দিন ধরে দলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন তিনি। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করে অল্পের ব্যাবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি হন সান্টু। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করে বিএনপির টিকিটে বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও হেরে যান তিনি।

জনপ্রতিনিধিত্বের বাসনা পুরনে একের পর এক ধকল খেতে হয়েছে তাকে আর রাজনীতিতে এসে তেমন একটা সুবিধা করতে পারেননি আলোচিত সান্টু। কারন বরিশাল বিএনপির কোন পদ পদবী বাগে নিতে তিনি পুরো পুরি ব্যার্থ হয়েছেন। সব শেষে বরিশাল জেলা বিএনপির সভাপতি হওয়ার মনবাসনা নিয়ে কেন্দ্রে বিপুল অর্থ ব্যায় করেও কোন ফল আসেনি তার পক্ষে। জেলা সভাপতি হন আহসান হাবিব কামাল ও সাধারন সম্পাদক হন বিলকিস আক্তার শিরিন। এসব ব্যার্থতা মাথায় নিয়েই সরফুদ্দিন সান্টু ফের ফিরে গেছেন তার পুরোনো ব্যাবসা গোছাতে দেশের বাইরে এমনটিই বলছেন সান্টুর বেশ কয়েক ঘনিষ্ট জন। তাদের মতে রাজনীতির পথে হাটা তার জন্য সমিচিন হয়নি এটা বুঝতে পেরেই সটকে পরেছেন সান্টু।

দুঃখে আর বেদনা নিয়ে বেশ কয়েক মাস আগ থেকে বরিশালে আসাও বন্ধ করে দেন তিনি। একই সঙ্গে নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন রাখেন। তার ব্যাক্তিগত সেল ফোনের নাম্বারও রয়েছে বন্ধ। রাজনৈতিক কর্মকান্ডে নিরব। সরফুদ্দীন সান্টু দেশের বাইরে থাকলে কবে ফিরবেন এরকম প্রশ্ন করলে তার ব্যাক্তিগত সহকারী সেলিম জানান, ভাই বিদেশে রয়েছেন। কোথায় আছেন নিশ্চিত করে সান্টুর একান্ত সহকারী বলেননি। তিনি কবে ফিরবেন তাও বলতে নারাজ সেলিম। যদিও সর্বশেষ একান্ত সহকারীকে জানিয়েছিল যে সে সিঙ্গাপুরে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য সরফুদ্দিন সান্টুর ছোট ভাই নিপু জানান ভাই অনেক দিন ধরে বিদেশে অবস্থান করছেন। আগামী ঈদুল আযহায় দেশে ফেরার কথা রয়েছে। একটি সূত্র বলছে সান্টুর বিরুদ্ধে বেশ কয়েক কোটি টাকার কর ফাকির বিষয়ে আইনি জটিলতা রয়েছে। এ কারনে তিনি দেশে ফিরছেন না। কর বিষয়ে জটিলতা শেষ হলেই তিনি দেশে ফিরবেন বলে ঐ সূত্রটি নিশ্চিত করেছে।