শ্লীলতাহানীর দায়ে মামলা

কলাপাড়া প্রতিনিধি ॥ চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রবিবার রাতে কলাপাড়া থানায় দু’জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে ওই স্কুল ছাত্রীর পিতা মো.খোকন একটি মামলা দায়ের করেন। পুলিশ সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আনিস (১৮) কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, কলাপাড়া উপজেলার তুলাতলি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী (১০) শারিরীক অসুস্থ্যতার কারনে ছোট ভাইকে নিয়ে ৮ অক্টোবর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ওই রাতে একই গ্রামের ছামাদ মিয়ার পুত্র আনিস(১৮)সবার অজান্তে ঘরে প্রবেশ করে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেস্টা চালায়। এ সময় স্কুল ছাত্রীর বিভিন্ন স্থানে কামড়িয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লম্পট আনিস সটকে পরে।

পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা নিজস্ব লোকজন নিয়ে সালিশ মিমাংশার নামে ওই লম্পট আনিসকে তিন ঘা জুতা পেটা ও ১০ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনার আট দিন অতিবাহিত হলেও জরিমানার টাকা না দিয়ে উল্টো কিশোরীর পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ওই কিশোরী মানসিক ভাবে ভারসাম্যহিনতা হয়ে পরলে তাকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো.শহীদ জানান, ঘটনার সাথে আনিচকে গ্রেফতার করা হয়েছে।তাকে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়। অপর  আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।