ফসল বাচাঁতে আলোর ফাঁদ

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার পাথরঘাটায় শস্য ক্ষেতে ক্ষতিকর পোকা দমনে কীটনাশক প্রয়োগের পরিবর্তে নিজস্ব প্রযুক্তিতে আলোর ফাঁদ পেতে পোকা দমন করে কৃষকরা সাফল্য পেয়েছে। পাথরঘাটা সদর, রায়হানপুর, কাকচিড়া, কালমেঘা ইউনিয়নের কৃষকরা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে এ বছর যাবৎ শস্য ক্ষেতের পাশে রাতে আলো জ্বালিয়ে এ পদ্ধতি ব্যবহার করে আসছে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম জানান, এ ধরনের পদ্ধতি কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। একইসাথে শাখাযুক্ত ডাল পুঁতে পাখি দিয়েও পোকা নিধন করা হচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাশার জানান, কৃষক ক্লাবগুলোতে সভা করে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রায়হানপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের প্রান্তিক চাষী কাজী আবদুল কুদ্দুস জানান, গত ৩ বছর যাবত কৃষি বিভাগের পরামর্শে তিনি বোরো, ইরি, আউশ, আমন ক্ষেতে আলোর ফাঁদ পেতে পোকা দমন করে উপকার পাচ্ছেন। পূর্ব লেমুয়া গ্রামের প্্রান্তিক চাষী নাননা জোমাদ্দার জানান, ডোঙ্গায় পানি রেখে অথবা পানি ভর্তি ডোবার উপরে আলো ছড়িয়ে বা বাতি জ্বালিয়ে দিলে পোকা এসে জড়ো হয়। সোমবার সন্ধ্যায় পূর্ব লেমুয়া গ্রামে আলোর ফাঁদ পদ্ধতি নিয়ে কৃষকদের নিয়ে কৃষকদের মতবিনিময় সভা করা হয়েছে। পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম, রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। উপকারভোগী কৃষকরা ক্ষতিগ্রস্ত অন্যান্য কৃষকদেরও আলোর ফাঁদ পেতে পোকা নিধনের আহবান জানিয়েছেন।