৪৪ কোটি টাকার মাছ আটক : ৬০ জেলে গ্রেফতার

ভোলা প্রতিনিধি ॥ ভোলার মেঘনা ও তেতুলিয়ান নদীতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ১১ দিনের অভিযানে ৪৪ কোটি ১৪ লক্ষ ৬৫ হাজার টাকার ইলিশ মাছ, জাল ও মাছ ধরার ট্রলার জব্দ করেছে। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে ৬০ জেলেকে গ্রেফতার করা হয়।

ভোলার কোস্টগার্ডের লেফটেনেন্ট বিএন জোনাল কমান্ডার এর পক্ষে এম নুরুল হামিদ মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত সিজি বেইজ ভোলা, ৮টি স্টেশন এবং ৪টি আউট পোস্টে ১০ জন কর্মকর্তা ও ২৯৫ জন নাবিক ইলিশের প্রজনন মৌসুমে মেঘনায় গত ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালায়। নিষিদ্ধকালীন সময়ে নদীতে মাছ ধরার অপরাধে  ভোলা কোষ্ট গার্ড অভিযান চালিয়ে ৬০ জন জেলেকে আটক করে। এসময় ৩৬ হাজার ৩১৪ কেজি ইলিশ মাছ, ৩১টি ইঞ্জিন চালিত নৌকা,৩টি ট্রলার আটক করে। আটককৃত মালামালের মূল্য চুয়াল্লিশ কোটি চৌদ্দ লক্ষ পয়ষট্টি হাজার টাকা।