গলাচিপায় সার মনিটরিং কমিটির সভা

গলাচিপা প্রতিনিধি ॥  গলাচিপা  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সার মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লস্কার তাজুল ইসলামের সভাপত্বিত্তে উপজেলা সার মনিটরিং কমিটির সদস্য বৃন্দ ও সকল ইউনিয়নের সার ডিলার ও সাব ডিলার উপস্থিতিতে গলাচিপায় সার্বিক ইউরিয়া সার মজুদ, বিতরন ও সরকারি নির্ধারিত মূল্যে বিষয় নানাবিধ আলোচনা হয় । উক্ত সভায় প্রত্যেক ডিলারকে ৫০ বস্তা ও সাব ডিলারদের ১০ বস্তা করে ইউরিয়া সার মজুদ রাখতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। ইহাছাড়া অধীক মূল্যে যদি কেহ সার বিক্রি করে তবে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঐ সকল সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। প্রত্যেক সার ডিলার দোকানে নির্ধারিত মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। সভায় গলাচিপা প্রেস ক্লাব সম্পাদক গনদাবী সংবাদদাতা খালিদ হোসেন মিল্টন জানান যে গত দশদিন পূর্বে গলাচিপা উপজেলায় ২/৪টি গ্রামে আশিংক সার সংকট্ দেখা দেওয়ায় তাৎক্ষনিকভাবে পটুয়াখালী জেলা প্রশাষক গোলাম মোঃ হাসিবুল আলম ভোলা জেলা থেকে সার সরবরাহ করে গলাচিপা উপজেলার চাহিদা পূরন করায় সভায় তাকে ধন্যবাদ জ্ঞাপন  করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, প্রানি সম্পাদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মোল্লা, আমখোলা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা প্রমুখ।