বরিশাল বিএম কলেজে ভোটিং কার্যক্রমের উদ্বোধন

উম্মে রুম্মান, বরিশাল ॥ সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাচার্য্যরে র্শীষ স্থানে নেয়ার জন্য বরিশাল বিএম কলেজে ভোটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বরিশাল ইন্টেলিজেন্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএম কলেজ ক্যম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস ও  বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক আব্দুল হক।  

বরিশাল ইন্টেলিজেন্স এ্যাসোসিয়েশনের সভাপতি আনিস মলি¬কের সভাপতিত্বে বক্তৃতা করেন উপাধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, অধ্যাপক জিয়াউল হক, সহযোগী অধ্যাপক এসএম কাইয়ুম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক সপ্তাচার্যের শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার জন্য সুন্দরবনকে ভোট দেয়া বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সুন্দরবনকে ভোট দিয়ে দেশ মাতৃকার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমাদের দেয়া একটি ভোটই পারে বিশ্বের দরবারে বাংলাদেশের মানমর্যাদা বৃদ্ধি করতে।