তিন ডাকাতের কারাদন্ড

বরিশাল প্রতিনিধি ॥ বানারীপাড়ার মরিচবুনিয়া গ্রামের নিরোধ চন্দ্র হিরার ঘরে ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে ৭ বছর করে কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় দুই জনকে খালাস দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো ঃ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের আসলাম, শুভংকর চক্রবর্তী ও অধর বাড়ৈ। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৬ জুন রাতে ঐ গ্রামের নিরোধ চন্দ্র হিরার ঘরে হানা দিয়ে সকলের হাত পা বেঁধে স্বর্নালংকারসহ প্রায় এক লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ ঘটনায় ২৯ জুন শুভংকর চক্রবর্তী ডাকাত দন্ডিত ৩জনসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ঐ ৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন ১১ জনের সাক্ষ্য শেষে এ রায় ঘোষনা করেন।