বরিশাল জেলা আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে লুটপাটের মামলা

উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাংচুর, লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সেরনিয়াবাত শাহিনুল ইসলাম বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক আবুল বাশার মিয়া শুনানী শেষে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার তদন্ত প্রতিবেদন প্রেরনের নির্দেশ দেন।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন সৈয়দ আনিচের ভাই সৈয়দ কামাল উদ্দিন, সামসুদ্দোহা আবেদ ও সৈয়দ মিশুক। এরা সকলেই নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৮ জুন সেরনিয়াবাত শাহিনুল ইসলাম নগরীর আমানতগঞ্জ এলাকার জমি ক্রয় করে বসবাস শুরু করেন। এ সময় আসামীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় শাহিনুল আদালতে মামলা দায়ের করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ১৪ অক্টোবর শাহিনুলের বাড়ীতে ঢুকে মারধর করে। পরে তারা নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান আসবাবপত্রসহ মোট ৩ লাখ ৩১ হাজার টাকা মালামাল লুট করে নেয়।