সারের ট্রলারে হামলা ও লুট

ঝালকাঠী প্রতিনিধি ॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে ভোলা থেকে সার বহনকারি ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগার জের ধরে সার বোঝাই ট্রলারে হামলা করে নগদ ৭ লক্ষাধিক টাকা ও মোবাইল সেট সহ মালামাল লুট ও কার্গো চালক সহ ৩ জন কে গনপিটুরী দিয়ে গুরুত্ব আহত করা হয়েছে। আশংকা জনক অবস্থায় আহত ৩ মাল¬া কে ভোলা জেলার আবু ছালেক, হিরন এবং সেলিম কে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গল বার ঝালকাঠি শরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার নিকটস্থ সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটেছে।   

চালক সহ আহত ৩ মালা জানায়, ভোলা থেকে ঝালকাঠিতে সরকারী গুদামের জন্য ট্রলারে সার নিয়ে আসার পথে গতকাল সকাল সাড়ে ৯ টায় সুগন্ধা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারের সাথে ধাক্কা লাগে। পৌর খেয়াঘাট এলাকায় এ ঘটনার সময়ে ১ যাত্রী তার সাথে থাকা মটরসাইকেল সহ নদীতে পরে যায়। এতে যাত্রীবাহী ট্রলারের লোকজন ক্ষিপ্ত হয়ে সার বোঝাই কার্গোটিকে ধাওয়া করে। তখন সরকারী সার লুট হওয়ার ভয়ে দ্রুত মাঝিরা কার্গোটি চালিয়ে ঝালকাঠির পালবাড়ির বাসন্ডা নদীতে প্রবেশ করে। এ সময় কেস্তাকাঠি আবাসন প্রকল্পের সন্নিকটে সার বোঝাই কার্গোটি আটক করে যাত্রীবাহী ট্রলারের লোকজন হামলা চালায়। কার্গো মাঝিরা জানায় হামলাকারিরা নগদ প্রায় ৭ লাখ ১০ হাজার টাকা এবং ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। এ টাকা ঝালকাঠির ব্যবসায়ীদের কাছে মালামাল কেনার জন্য ভোলা থেকে ব্যবসায়ীরা দিয়ে ছিলো বলে আহতরা জানায়। তবে ঝালকাঠি থানা পুলিশ সার বাহী ট্রলারের লোকজনদের মারধরের কথা স্বিকার করলেও টাকা পয়সা নেয়ার ঘটনা তদন্ত না করে বলা যাচ্ছেনা বলে জানান।