ছাত্রী উত্যক্তকারীরা সাবধান ॥ এ্যাকশনে সাদা পোষাকে পুলিশ সদস্যরা মাঠে

স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করে সাদাপোষাকে এ্যাকশনে মাঠে নেমেছেন বরিশালের গৌরনদী থানা পুলিশ। গতকাল শনিবার থেকে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। স্কুল-কলেজের আশপাশ এলাকায় বখাটেদের অপতৎপরতারোধে পুলিশের বিশেষ দল কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আতিক হোসেন নামের এক উত্যক্তকারী বখাটে যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, ছাত্রী উত্যক্তকারীদের সাথে কোন আপোষ নেই। আগামি ১৫ দিনের মধ্যে গৌরনদীকে বখাটে মুক্ত করা হবে। আর এ জন্য সাদাপোষাকে পুলিশের বিশেষ দল একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান, প্রথম পর্যায়ে থানার প্রতিটি স্কুল-কলেজে থানা পুলিশের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে কর্মশালা করা হয়। পরবর্তীতে থানার গুরুতপূর্ন স্থানের যুব সমাজকে নিয়ে ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা করা হয়েছে। এরপর উত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে গতকাল শনিবার থেকে এ্যাকশনে সাদাপোষাকে পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়েছে।