ঝালকাঠিতে ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৭ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি সংবাদদাতা: জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠি শহরে বুধবার দুপুরে আকস্মিক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফার্মেসী, প্রসাধনী, হোটেল রেস্তোরা, মিষ্টি দোকান ও বেকারী। প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ন, ভেজাল, নোংরা, বাসি-পচাঁ, কোম্পানীর নাম বিহীন পন্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষরন অধিদপ্তরের উপ-সচিব মো: রাশেদ খান। এসময় তার সাথে সহযোগিতায় ছিলেন ঝালকাঠির ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান, মার্কেটিং অফিসার আ: মান্নানসহ বরিশাল র‌্যাব-৮’র সদস্য ও স্থানীয় পুলিশ বিভাগ।

এদিকে ভ্রাম্যমান আদালতের খবর শহরে ছড়িয়ে পড়ায় মূহূর্তের মধ্যে বেশীর ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়ে। এ যেন এক অঘোষিত হরতাল।