শাবিতে অনার্স ভর্তি পরীক্ষা – প্রতি আসনে লড়বে ২৪ জন

রিয়াজ উদ্দিন, শাবিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৪ জন শিক্ষার্থী। এ বছর ১৩৩০ আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩১১৩০টি। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ও ‘বি’ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর ভর্র্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শরু হয় এবং শেষ হয় ১৫ অক্টোবর। গড় হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতায় লড়বে ২৪ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদে ৫৯০টি আসনের বিপরীতে আবেদন পড়েগছে ১৫৫৪৬টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ২৬ শিক্ষার্থী।  ‘বি’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদে(আর্কিটেকচারসহ) ৭৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫৫৮৪টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ২১ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পরে জানিয়ে দেয়া হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর শনিবার। ‘এ’ ইউনিট সকাল ১০টায় এবং ‘বি’ ইউনিট বিকেল ৩টায়। ভর্তিসংক্রান্ত যে কোন বিষয় জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং admission@sust.edu যোগাযোগ করে জানা যাবে।