গৌরনদীতে দু’টি স্কুল সংলগ্ন ডালমিল অপসারনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

 

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবর্তিস্থানে নির্মিত ফিরোজ ডালমিল অপসারনের দাবিতে রবিবার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ স্মারকলিপি পেশ করেন।
 
জানা গেছে, সুন্দরদী গ্রামের জনৈক হারুন মোল্লা দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার মধ্যবর্তিস্থানে ফিরোজ ডালমিলটি নির্মান করায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ডালমিলের ধুলাবালি ও ময়লা বাতাসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পরছে। যে কারনে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আবাসিক এলাকার বাসিন্দারা বিভিন্ন ধরনের শারিরিক সমস্যায় ভুগছেন। এছাড়া ক্লাশ চলাকালীন মিলের শব্দ দূষনের কারনে শিক্ষার্থীদের পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটছে। যে কারনে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা ডালমিলটি অপসারনের দাবিতে গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।