উজিরপুরে ছাত্রদলের ব্যানারে অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজের ছাত্রদলের ব্যানারে অগ্নি সংযোগ করেছে ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা। গতকাল রবিবার কলেজ চলাকালীন সময়ে মোটর সাইকেল বহর নিয়ে বহিরাগত শিকারপুরের আউয়াল খান, মোড়াকাঠী গ্রামের আল আমিন খলিফার নেতৃত্বে ৬/৭ জন বহিরাগত কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদলের টানানো ২টি ব্যানার খুলে প্রকাশ্যে অগ্নিসংযোগ করে। এ সময় কলেজ ছাত্রদল নেতা নাদিম হাওলাদার ও তমাল মাহমুদ রোমান ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে ধাওয়া করে। ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু সাংবাদিকদের জানিয়েছেন, আউয়াল ও আল আমিনের নেতৃত্বে শেরে বাংলা কলেজের ছাত্রদলের ব্যানারে অগ্নি সংযোগ করা হয়। কলেজ ছাত্র নাদিম অভিযোগ করেন, বহিরাগতরা সরকারি দলের স্লোগানে ছাত্রদলের ব্যানার পুড়ে ফেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ব্যানার পোড়ানোর কোন নির্দেশ ছাত্রলীগ দেয়নি। যারা ব্যানারে অগ্নি সংযোগ করেছে তারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। ছাত্রদলের ব্যানারে অগ্নি সংযোগের ঘটনায় উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু, সাধারণ সম্পাদক মন্নান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সরকার সিদ্দিকুর রহমান, যুবদলের সভাপতি শাহিন সিকদার, সম্পাদক পনির হোসেন, ছাত্রদরের বরিশাল জেলা যুগ্ম আহবায়ক আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান লিখন, সাহাবুদ্দিন সাবু তীব্র নিন্দা জানিয়েছেন।