গৌরনদী কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

নিজস্ব সংবাদদাতাঃ “রক্তদিন জীবন বাঁচান” শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার বরিশালের ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী Gournadi College Blood Donateপালিত হয়েছে।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট ইউনিটির উদ্যোগে সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহম্মদ আব্দুল ওয়াদুদ, শিক্ষক গৌতম কুমার সাহা, ননী গোপাল সরকার, শ্যামল চন্দ্র মাঝি, আশরাফুল আলম, আঞ্জুমারা বেগম, এলিজাবেথ বাড়ৈসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
শেষে দুঃস্থ রোগীদের সেবায় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, ছাত্রলীগ নেতা ইমরাত খান, ইলিয়াস মল্লিক, শিক্ষার্থী মাহমুদা আক্তারসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
যুব রেড ক্রিসেন্ট ইউনিটির প্রতিনিধি হিসেবে ছিলেন রেদোয়ান, সঞ্জয়, তারিফা, জুয়েল, দীপা, হৃদয়, তমা ও পাপড়ি। তাদের সার্বিক সহযোগীতা করেন কলেজের রোভার ডেন সদস্য শহীদুল, ওয়াশিম, আশিক ও ফিরোজ।